কাসেম একজন পুরুষ মানুষ

কষ্ট (জুন ২০১১)

এজি মাহমুদ
  • ৩৫
  • 0
  • ৭৬
এক
ঝুম বৃষ্টি পড়ছিল সেদিন। দুপুরবেলা শহরতলির মোড়ের বাসস্ট্যান্ডে এসে থামলো পুরানো লক্কর-ঝক্কর মার্কা একটি বাস। বাসের অবস্থা যা তাতে সেটাকে বাস না বলে মুড়ির টিন বলাই ভালো। জরাজীর্ণ বাসের মরিচা ধরে যাওয়া ফুটোগুলো দিয়ে তাই বৃষ্টির ছোটখাট ফোটাগুলো ভেতরে ঢুকে পরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। বাসের ভেতরে এতণ বৃষ্টির ফোটাগুলোকে ফাঁকি দিয়ে বেশ চালিয়ে নিয়েছিলো কাসেম। কিন্তু এখন এই শহরতলীর মোড়েই নামতে হবে তাকে। না হলে বৃষ্টির মাঝে এই বাস তাকে কোথায় নিয়ে যাবে কে জানে!


বাস থামতেই এলাকার ভেতরের গলির দিকে দৌড় দিল কাসেম। যদি কোথাও কোন একটা আশ্রয় পাওয়া যায়। কিন্তু কোথায় কি! ঝুম বৃষ্টির মাঝে কেউ একটা চায়ের দোকানও খোলা রাখেনি। ছাতি মাথায় যে কেউ একটু বাইরে হাটাহাটি করছে তা-ও নয়। চারপাশ সুনশান। শুধু বৃষ্টির একটানা শব্দ আর মাঝে মাঝে দূরে কোথাও বৃষ্টির আনন্দে ডেকে ওঠা ব্যাঙের ডাক-ঘ্যাঙর ঘ্যাঙ! ঘ্যাঙর ঘ্যাঙ!


দৌড়ে অনেকটা পথ চলে এসেছে কাসেম। কিন্তু বৃষ্টির সাথে খুব বেশি সুবিধা করা যাচ্ছে না। বাসায় পৌছাবার আগেই বৃষ্টি তাকে পুরোপুরি ভিজিয়ে ফেলবে-বুঝতে পারছিলো কাসেম। তাই আর উপায়ন্তর না পেয়ে শেষপর্যন্ত মর্জিনাদের বাড়ির জানালার কার্নিশের নিচেই দাঁড়িয়ে পড়লো সে। বৃষ্টির ঝাঁঝ একটু কমে এলেই নিজেকে আবার খানিকটা এগিয়ে নেয়া যাবে, মনে মনে সেটা ভেবে নিলো কাসেম। কার্নিশের নিচেই পর্দা দিয়ে ঢাকা বন্ধ কাচের জানালা। কাসেমের জন্য সেটা ভালোই হয়েছে। পর্দা না থাকলে এখানে দাঁড়াতে ভীষণ অস্বস্তি লাগলো তার। কিন্তু বৃষ্টি আজ আর কমছে না কেন!


হঠাৎ জানালা খোলার শব্দে চমকে পেছনে ফিরে তাকায় কাসেম। জানালার ওপাশে মর্জিনাকে দেখেই বুকটা ধ্বক করে উঠলো। এটা অবশ্য নতুন কিছু নয়। মর্জিনাকে দেখে এমনটা আগেও হয়েছে তার। ভালোবাসার মানুষরা নাকি এমনি করেই হৃদয়ে অনুভতির জন্ম দিয়ে যায়। মর্জিনা হাসি হাসি মুখে জিজ্ঞাসা করে, ‘আরে কাসেম ভাই আপনি?’


এমনিতেই কাসেম মর্জিনার প্রতি খানিকটা দুর্বল । তারপর আবার এই ঝুম বৃষ্টিতে মর্জিনার রহস্যময় মায়াবী হাসি যেন খানিকটা এলোমেলো করে দেয় কাসেমকে। কি বলবে চট করে ঠিক বুঝে উঠতে পারে না। রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে নিজেকে সামলে নেয় কাসেম। তারপর ইতঃস্তত গলায় বললো, ‘আর বলো না, কি যে বৃষ্টি শুরু হয়েছে! একদম ভিজে গেছি।’


কথাটা বলেই কাসেমের মনে হলো, আজ বোধহয় মর্জিনা তাকে ঘরের ভেতর বসতে বলবে। এরপর হাতে ধরিয়ে দেবে একটা পরিস্কার সাদা তোয়ালে আর এক কাপ গরম চা! কল্পনার সমুদ্রের ঢেউ তাকে আরও অনেকদূর নিয়ে যাচ্ছিল। কিন্তু মর্জিনা এ সময় কাসেমের দিকে এক ভাবনায় তাকিয়ে থেকে বললো, ‘বৃষ্টিতে ভিজে যাচ্ছেন বলে আপনি এখানে দাড়িয়ে আছেন! বৃষ্টিকে ভয় পান? আপনি না পুরুষ মানুষ? পুরুষ মানুষ বৃষ্টিকে ভয় পায় নাকি?’


মর্জিনার কথা শুনে কাসেমের মুখ লাল হয়ে যেতে শুরু করলো। মর্জিনা তার পৌরুষে আঘাত করেছে। তার ভালোলাগার মেয়েটি তার পৌরুষ নিয়ে প্রশ্ন তুলবে-এই ব্যাপারটা কিছুতেই মেনে নেয়া যায় না। কাসেম আর কথা বাড়ায় না। আস্তে আস্তে সেই ঘোর বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ির পথে হাটতে শুরু করলো। কাসেম খানিকদূর সামনে যেতেই পেছন থেকে মর্জিনার হাসির আওয়াজ শুনতে পায়। এই হাসি শোনার জন্য যদি মর্জিনা তাকে শিলা বৃষ্টির মাঝেও হেটে যেতে বলে কাসেম তাতেও পিছপা হবে না। আহা! কি অপূর্ব সেই শব্দ!


দুই
কয়েকদিন পর।
প্রচন্ড জ্বর নিয়ে বিছানায় কাথাঁ মুড়ি দিয়ে শুয়ে আছে কাসেম। বাইরে আজও প্রচন্ড বৃষ্টি পড়ছে। বৃষ্টির রিমঝিম শব্দে কাসেম ক্রমশ যেন কেমন এক ঘোরের মাঝে চলে যাচ্ছিল। কাসেম চেষ্টা করছিলো সেই ঘোর কাটাতে। কিন্তু জ্বরের দুর্বল শরীর তাকে সেই ঘোরের মাঝে আরও টেনে নিয়ে যাচ্ছিল। কাসেম হঠাৎ করে সেই ঘোরের মাঝে চোখ খুলে দেখতে পায় মর্জিনা তার সামনে দাঁড়িয়ে থেকে বলছে, ‘কাসেম ভাই, বাহিরে বৃষ্টি পড়ছে আর আপনি ঘরের ভিতরে শুয়ে আছেন? আপনি না পুরুষ মানুষ?’


একটু পর দেখা যায় কাসেম সেই ঘোর বর্ষণের মাঝে কাঁথা মুড়ি দিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে। বৃষ্টির ফোটাগুলো তুমুল বাতাসে ভেসে এলোমেলো ছুঁয়ে যাচ্ছে তাকে। বৃষ্টিতে ভিজতে ভিজতে এ সময় আবারও মর্জিনার হাসির শব্দ শুনতে পায় কাসেম।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
উপকুল দেহলভি অব্বাক্ত ভালবাসার গল্পটি অসাধারণ লাগলো, সুন্দর আলোকিত আগামীর দিকে এগিয়ে যান; শুভ কামনা আপনার জন্য.
রওশন জাহান অত্যন্ত সুন্দর লেখা . লিখতে থাকুন.
এজি মাহমুদ আপন, তাই নাকি???
এম এম এস শাহরিয়ার ভোট সবাই দিতে পারেনা ,ভাবে নিজের বুঝি কমে গেল
এজি মাহমুদ Md. Akhteruzzaman , হাঃ হাঃ হাঃ
এজি মাহমুদ obaidul hoque, ভাই ভোটের দরকার নাই ! কাসেম যে আপনার মনের দরজায় কড়া নাড়তে পেরেছে- এজন্যই আমি আনন্দিত !
এজি মাহমুদ সূর্য, ভালো বলেছেন ! রবীন্দ্রনাথ হয়ে বৃষ্টিতে ভিজতে পারলে আরও ভালো হত !
এজি মাহমুদ Md. Akhteruzzaman , আপনার কষ্টের বৃষ্টিতে ভেজার দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর !
মোঃ আক্তারুজ্জামান আবার আসলাম, আপনাকে ভোট করতে| আমি ভেবেছিলাম ২৫ তারিখের পরে বোধ হয় আর ভোট করার সুযোগ থাকে না| ধন্যবাদ|
ওবাইদুল হক সেই বৃষ্টির মাঝে আমিও দাড়িয়ে রইলাম । সেই কাসেমের মত আপনার গল্পের ভাব পরিপূন`তা লাভ করেছে । সোজা ভোটের দরজায় । অসাধারন ।

২০ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪